ভাঙ্গায় ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষক ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী ভাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়কের দুই পাশে শিক্ষকগণ এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষক নেতারা বলেন, সরকারের নিকট ন্যায্য দাবি ১১ তম গ্ৰেড প্রদান করে প্রজ্ঞাপন জারি করুন। দাবি না মানা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ভাঙ্গা শাখার সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , শিক্ষক নেতা সঞ্জয় দে, শিক্ষক নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন