ফরিদপুরের কুমার নদের ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:১৯ এএম

ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ ও ফতেপট্টি এলাকায় কুমার নদের ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে কেন্দ্রীয় কৃষকদল। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ভোগান্তি পোহানো কয়েক হাজার মানুষের জন্য এই সাঁকো নতুন যোগাযোগের ব্যবস্থা করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ সাঁকোর উদ্বোধন করেন ফরিদপুর-৪ বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিবের অর্থায়নে স্থানীয় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সাঁকোটি নির্মিত হয়েছে।

স্থানীয়রা জানান, কুমার নদের ওপর এই সাঁকো না থাকায় দুই তীরের মানুষ, বিশেষ করে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। সাঁকো নির্মাণের ফলে দুই প্রান্তের মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, ভবিষ্যৎ উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করতে পারলে এই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। আমরা মানুষের জন্য, মানুষের পাশে থেকে ফরিদপুর-৪ আসনের প্রতিটি এলাকায় উন্নয়ন ও সহযোগিতার বার্তা পৌঁছে দেব।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন