দুর্নীতি একক কোন বিষয় নয়, দুর্নীতি বহুমাত্রিক বিষয়। সমাজ পরিচালনায় যে কোন প্রতিবন্ধকতাই দুর্নীতি। সমাজে মূল্যবোধের চর্চা বৃদ্ধিই হবে আমাদের দুর্নীতি থেকে মুক্তির পথ। পরিবার থেকে এ মূল্যবোধের চর্চা শুরু করতে হবে। ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিবৃন্দরা।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর সমতা” এ স্লোগানে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন এবং দুদক, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আরো বলেন, আজকের তরুণরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই আগামীর তারণ্যকে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মূল্যবোধের চর্চার মাধ্যমে মানবিক ও স্বচ্ছতার তারুণ্য হিসেবে গড়ে তুলতে হবে।
দুদক, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন -পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। দিবসটি উদ্বোধন শেষে দুর্নীতি প্রতিরোধ ও নির্মূলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে মানববন্ধন পালন করা হয়।
দিবসটি পালনে দুদক, দুপ্রক, জেলা পুলিশ, বিএনসিসি, স্কুল-কলেজ শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ২:৪৬ পিএম