মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে ফরিদপুরে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ জেলায় মাদক নির্মলে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য সদস্যরা কাজ করবে। বর্তমানে তরুণ সমাজ খেলাধুলা বাদ দিয়ে অপসাংস্কৃতিতে জড়িয়ে যাচ্ছে। কিশোর অপরাধ ও সাইবার অপরাধে আমাদের নিজস্ব ডিবি সাইবার টিম এ ব্যাপারে কাজ করবে।’
বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এসব কথা বলেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪টি সংসদীয় আসনে সরকারের নির্দেশনা অনুযায়ী ফ্রি-ফেয়ার ভাবে ভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের দায়িত্ব হবে ফ্রি-ফেয়ার নির্বাচন পরিচালনা করা, ভোটারদের সঠিকভাবে ভোট প্রয়োগ করতে সহযোগিতা করা। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে উদযাপন করতে জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জেলা পুলিশ কাজ করবে।’
তিনি বলেন, ‘প্রশাসনে এতো রদবদলের কারণই হচ্ছে আসন্ন সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপিত হবে। সেই ব্যাপারে জেলা পুলিশের একশো পার্সেন্ট কমিটমেন্ট এবং আমরা সেটা করে যাবো।’
তিনি আরো বলেন, ‘আপনাদের এখানে ফেসবুকে ভূয়া পেজ খুলে ব্যক্তি আক্রমণ ও মেইন ইস্টিম সংবাদপত্র বা সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে এবং মা-বোন’রা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এসব অপরাধ নির্মলে আমাদের সাইবার টিম কাজ করবে।’
থানায় জিডি ও মামলার বিষয় উল্লেখ করে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আমাদের আগেই থেকেই অনলাইনে জিডি হচ্ছে। কেউ থানায় না গিয়েও ইন্টারনেট সংযোগ থাকলে নিজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে জিডি করতে পারেন এবং বয়স্ক মুরব্বিদের জন্য অনলাইন বাদেও থানায় জিডি নেওয়া হয়।
নজরুল ইসলাম বলেন, থানায় ঘুষ-দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা, থানায় যাতে সাধারণ মানুষ কোন হয়রানির শিকার না হন, পাশাপাশি অপসাংবাদিকতার কারণে মেইন কোন সাংবাদিক যেন হয়রানীর শিকার না হন; সে ব্যাপারে কাজ করা হবে। এসব বিষয়ে দ্র্রুতই ৯টি থানার ওসিদের এক জায়গা ডেকে নির্দেশনা দেওয়া হবে।
মত বিনিময় সভায় সাংবাদিকরা ফরিদপুরে শহরের যানজট, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালনা, অপসংবাদিকতা, সড়কে ইজিবাইকের দৌরাত্ব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধভাবে ফুটপাত দখল, মাদক সন্ত্রাস চাঁদাবাজি দমনে পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৪:৩২ পিএম