বুধবার (১০ ডিসেম্বর) রাতে টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বামহাতি পেসার শরিফুল ইসলাম ও ক্রিকেটার নাসির হোসেন। দুজনকে ব্যাট-বলে উদ্বোধনী খেলায় অংশ নিতে দেখে দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।
এদিকে মাঠ না থাকা সত্ত্বেও গ্রামের ছেলেদের উৎসাহ, দর্শকদের ভিড় এবং রাতজুড়ে খেলার উত্তাপ এলাকায় তৈরি করে উৎসবের আমেজ।
ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা খেলা দেখতে এসে অনেক মজা করছি। এলাকায় মাঠ নেই বলে অনেকেই খেলতে পারে না। যদি এখানে একটা মাঠ বানানো যেত- অনেক ভালো খেলোয়াড় তৈরি হতো।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অল-রাউন্ডার নাসির হোসেন বলেন, এমন আয়োজন তরুণদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা সবাই এমন খেলার সঙ্গে থাকতে চাই। এখান থেকে নতুন খেলোয়াড়ও উঠে আসবে।
জানা গেছে, প্রথম ম্যাচে মুখোমুখি হয় সোনাহারের মা ডিজিটাল স্কেল ও দেবীগঞ্জ রকার্স থার্টিন। ম্যাচে জয় পায় মা ডিজিটাল স্কেল। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দপুর সেঞ্চুরিয়ান ক্রিকেট ক্লাব ও কালীগঞ্জের আবু সায়েম প্রধান ক্রিকেট একাডেমি। এই ম্যাচে জয়ের দেখা পায় সেঞ্চুরিয়ান ক্রিকেট ক্লাব।
শরিফুল ইসলাম ও এএস স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। প্রতিটি ম্যাচ ১২ ওভারের এবং মাঠে খেলবে ৯ জন করে খেলোয়াড়। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৫ এএম