ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ কোথায়?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সৃষ্ট জটিলতা এখন আরও দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ ঘোষণা করে তাদের অধীনে কোনো ধরনের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত ঢাকার ৪৪টি ক্লাবের। এতে জটিলতার মধ্যে পড়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আর এ জটিলতার মধ্যেই ২০ ক্লাবকে রেখেই প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি তৈরি করেছে তারা। আগামী ১৪ ডিসেম্বর থেকে লিগ শুরুর সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি লিগ শুরুর দিনক্ষণ জানান।

১৯ নভেম্বর লিগ শুরুর পরিকল্পনা ছিল সিসিডিএমের। সেজন্যই ৫ ও ৬ নভেম্বর হয়েছিল দলবদলও; কিন্তু ২০টির মধ্যে ৮টিই সেখানে অংশ নেয়নি। এরপর থেকেই জটিলতা বাড়তে থাকে। ক্লাবগুলোর বেশিরভাগই সংবাদ সম্মেলন করে লিগ না খেলার কথা বলছে। বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ বলছেন তারা। সেজন্য বারবার সুযোগ দেওয়ার পরও লিগে অংশ নিতে আগ্রহ দেখাননি তারা। এর পরও লিগ শুরুর দিকে এগোচ্ছে সিসিডিএম। আদনান রহমান বলেন, ‘১১ ডিসেম্বর থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠে একটু ঝামেলা হওয়ায় আগামী ১৪ ডিসেম্বর থেকে আমরা লিগ শুরু করছি।’ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ করার ভাবনা তাদের, ‘দ্রুততম সময়ের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’

ঢাকার চার স্তরে মোট ৭৬টি ক্লাব। তাদের মধ্যে ৪৪টিই না খেলার সিদ্ধান্তে অটল। যদিও আনুষ্ঠানিকভাবে তা বিসিবিকে জানানো হয়নি। এমনকি সিসিডিএমকেও কোনো চিঠি দেওয়া হয়নি জানিয়ে দিপন বলেন, ‘দেখুন— আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টি দলই ধরে রাখব। কারণ আমরা এ ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টি দলকে নিয়েই।’ বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন সিসিডিএম চেয়ারম্যান, ‘প্রথমত এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের কাছ থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি, আমরা ২০টি ক্লাবকে নিয়েই সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোনো চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে, সেটা কিন্তু সভাপতির কথার ওপরে… তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোনো নেতিবাচক চিঠি আমরা পাইনি।’

লিগের সঙ্গে নির্বাচনকে না মেলানোর কথা বলছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ক্লাব প্রতিনিধি হিসেবে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। তার ভাষ্যমতে, নির্বাচনের কথা টেনে না খেলার সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। এতে দেশের ক্রিকেট, ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান তিনি। আর এভাবে লিগ বয়কটের পর ক্লাবগুলোকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাও সামনে চিন্তা করবে বোর্ড—এমনটাই জানান তারা। এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, প্রথম বিভাগের ৮ ক্লাব এখনো রাজি না থাকায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) নিয়ে লিগ আয়োজন করতে হবে সিসিডিএমের।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন