ফরিদপুরে প্রতারণার সময় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩১ পিএম

ফরিদপুরে জনতার হাতে সাগর হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের কোর্ট পাড় থেকে স্থানীয় জনগণ তাকে আটক করে। এসময় সে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করছিল বলে দাবি স্থানীয়দের।

আটককৃত সাগর হোসেন কুমিল্লার বুড়িচং থানার খুর উয়েরপাড় এলাকার রোমান ভূঁইয়ার ছেলে বলে জানা যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন