ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫৫ পিএম

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে রাসেল শেখ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফরিদপুর শহরের আলীপুর এলাকার একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল জেলা শহরের আলীপুর এলাকার কাবলা শেখের ছেলে।

ফরিদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার প্রহলাদ জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন