শেষ হচ্ছে ফরিদপুরের এসডিসি উদ্যোক্তা উন্নয়ন মেলা ২০২৫

তামিম ইসলাম, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ১১:২৩ এএম

স্থানীয় নিরাপদ পোল্ট্রি ও সবজি উদ্যোক্তাদের ব্র্যান্ডিং এবং তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফরিদপুর শহরতলীর অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘এসডিসি উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৫’ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শেষ হতে যাচ্ছে। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদনকে উৎসাহিত করা এবং স্থানীয় উদ্যোক্তাদের বাজার সংযোগ জোরদার করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এই মেলার আয়োজক ছিল সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

এসডিসি প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান-এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান-বিন-মুহাম্মাদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান, ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম আসজাদ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার সহ পিকেএসএফ এর মহাব্যবস্থাপক দিলীপ কুমার চক্রবর্তী।

এছাড়াও মেলা চলাকালীন সময়ে অতিথি হিসেবে যোগ দেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ম্যানেজার (প্রোগ্রাম), নিউট্রিশন স্পেশালিষ্ট, আরএমটিপি কপিল কুমার পাল, এবং সেক্টর ভ্যালু চেইন স্পেশালিষ্ট (হর্টিকালচার) মো. রাফিজুল ইসলাম মন্ডল।

মেলায় মোট ৩৪টি স্টল স্থান পেয়েছিল, যেখানে পোল্ট্রি, গৃহপালিত হাঁস-মুরগি, ভার্মিকম্পোস্ট ও জৈব সার, বিষমুক্ত শাকসবজি, কুটির শিল্প এবং ফাস্টফুডের স্টল সহ বিভিন্ন উদ্যোগ প্রদর্শিত হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় পাইকার ও বাজার প্রতিনিধিদের সাথে উদ্যোক্তাদের সরাসরি ক্রেতা-বিক্রেতা সংযোগ তৈরি হওয়া।

মেলায় এক পোল্ট্রি উদ্যোক্তা বলেন, “আমরা যারা নিরাপদ পদ্ধতিতে উৎপাদন করি, তাদের জন্য এই মেলা একটি বড় সুযোগ এনে দিয়েছে। সরাসরি ক্রেতাদের সাথে কথা বলে তাদের আগ্রহ বুঝতে পারছি। একজন উদ্যোক্তা হিসেবে এটি আমাদের পণ্যের ব্র্যান্ডিং এবং ন্যায্য মূল্য পেতে সাহায্য করবে।”

মেলা চলাকালীন ব্যাপক সংখ্যক দর্শনার্থীর ভিড় দেখা যায়। সকাল ও দুপুরে উপস্থিতি কম থাকলেও, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে হতেই হাজারো মানুষের ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

ফরিদপুর শহর থেকে আগত আনোয়ার হোসেন নামের দর্শনার্থী বলেন, “পরিবার নিয়ে এসে দেখলাম বিষমুক্ত সবজি আর দেশি মুরগি। জিনিসগুলোর মান খুবই ভালো মনে হয়েছে। সবচেয়ে বড় কথা, সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতে পারলাম। এমন উদ্যোগের ফলে আমরা স্বাস্থ্যকর খাবার কিনতে পারছি। আমরা চাই প্রতি বছরই এমন উন্নয়নমূলক মেলা আয়োজন করা হোক।”

দর্শনার্থীরা আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়ে এমন উন্নয়নমূলক মেলা প্রতি বছরই আয়োজনের দাবি করেছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন