ইনকিলাব ‌মঞ্চের ‌মুখপত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫২ পিএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব ‌মঞ্চের‌ মুখপত্র ‌শরিফ ওসমান হাদী ‌ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ‌এরশাদ উল্লাহকে সন্ত্রাসীরা‌ গুলিবিদ্ধ করার প্রতিবাদে ‌বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‌জনতা ব্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির ‌আহ্বায়ক ‌অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব ‌একেএম কিবরিয়া স্বপনের পরিচালনায় এ সময় ‌বক্তব্য দেন, ‌মহানগর বিএনপির আহবায়ক ‌এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব মিরাজ হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ‌আফজাল হোসেন খান পলাশ ‌ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ‌যুবদলের সভাপতি রাজিব হোসেন প্রমুখ।

সভায় বক্তারা ইনকিলাব মঞ্চের‌ মুখপত্র ‌শরিফ ওসমান হাদীর ওপর‌ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‌শরিফ ওসমান হাদী ওপরই হামলা করা হয়নি, দেশের ‌গণতন্ত্রের ওপর হামলা করা হয়েছে।‌ তারা অবিলম্বে ‌হামলাকারীদের গ্রেপ্তার করার ‌ জন্য সরকারকে আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ‌নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে; ‌‌আর এ নির্বাচনকে বানচাল করার জন্য দেশে-বিদেশে বসে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা যেকোনো মূল্য ‌এ নির্বাচন‌ বানচাল করতে চায়। ‌কিন্তু তাদের এ প্রত্যাশা ‌পূরণ হবে না।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত ‌সংসদ সদস্য প্রার্থী ‌ এরশাদ উল্লাহর উপরে ‌‌হামলার বিচার চেয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তারা আগামী ২৫ ডিসেম্বর ‌তারেক রহমান ‌এর বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে বলেন, আমরা ফরিদপুর বিএনপি সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ‌ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ‌সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় ‌ফরিদপুর জেলা ও‌ মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন