ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সদরপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে সদরপুরে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদরপুর সরকারি কলেজ মোড় থেকে মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদরপুর উপজেলার দায়িত্বরত সমন্বয়ক কামরুজ্জামান বাহাউদ্দীন, জুনায়েত আহমেদ, মো. আবদুল্লাহ, রাকিব খানসহ অন্যরা।

এসময় বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন