ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ২:৪৪ পিএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব ‌মঞ্চের‌ আহ্বায়ক ‌শরিফ ওসমান ‌হাদির উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের ছাত্র-জনতা।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের‌ সদস্য সচিব‌ সোহেল রানা, জুলাই যোদ্ধা ‌মারুফ আবেদীন ও এনামুল ‌হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‌শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, একটি বিশেষ মহল জুলাই যোদ্ধাদের‌ টার্গেট করে একের পর এক ‌হামলা চালাচ্ছে। যে কারণে ‌জুলাই যোদ্ধারা এখন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে রয়েছেন। তারা বলেন,‌ দেশ ও দেশের বাইরে থেকে ‌ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে স্বৈরাচারের দোসররা। তারা আরো বলেন, প্রথম সারির জুলাই যোদ্ধা হাদির কিছু হলে লক্ষ হাদি জম্ম নিবে।

সবশেষে‌ শরীফ ওসমান হাদির ‌ সুস্থতা কামনা করে ‌ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ‌হাফেজ মো. আব্দুর রহমান।

প্রসঙ্গত, গত শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজধানীর বিজয় নগরে ইনকিলাব ‌মঞ্চের‌ আহ্বায়ক ‌শরিফ ওসমান ‌হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন