ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় জড়িত অভিযোগে ফিরোজ মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ফিরোজ মাতুব্বরকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদরের তাম্বুলখানা বাজার এলাকা থেকে ফিরোজ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
ফিরোজ ফরিদপুরের কোতয়ালী থানাধীন তেঁতুলিয়া এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফিরোজ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। মাছ ব্যবসায়ী উৎপল হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে তার নাম এসেছিল। ফিরোজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।’
প্রসঙ্গ, গত ৫ ডিসেম্বর ভোর রাতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হত্যার একদিন পর উৎপলের বাবা অজয় কুমার সরকার বাদী হয়ে সালথা থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৩:৫০ পিএম