সম্প্রতি বলিউড পরিচালক ফারাহ খানের ভ্লগে উঠে এসেছে শ্রিয়ার সাদামাটা জীবনের চিত্র। নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রীর ছোট্ট বাড়ির ছবি তুলে ধরেছেন এ ইউটিউবার।
ফ্ল্যাটের প্রবেশ পথের ওপর রয়েছে একটি গণেশের মূর্তি, ঠিক যেমন আর পাঁচটা বাড়ির দরজা হয় তেমনই দেখতে এই ফ্ল্যাটের দরজাটি। গণেশের মূর্তি ছাড়াও বেশ কিছু স্টিকার দেখতে পাওয়া যায় এই ফ্ল্যাটের দরজার গায়ে।
লিভিং রুম অথবা বসার জায়গাটাও বেশ অন্যরকমভাবে সাজিয়েছেন অভিনেত্রী। এটি সাদা সোফা এবং বেশকিছু ছোটখাটো আসবাবপত্রে সাজিয়ে রেখেছেন এই জায়গাটি। এ ছাড়া লিভিং এরিয়ায় রয়েছে বিশাল বড় একটি ঝাল লণ্ঠন, যা এই ঘরটির সৌন্দর্য বাড়িয়ে তোলে।
অভিনেত্রীর ডাইনিং ও কিচেনও বেশ গোছানো।
ছবিতে অজয় দেবগনের বাহুতে ধরা দিয়েছিলেন শ্রিয়া। তবে তার জনপ্রিয়তার শুরু ‘শিবাজি দ্য বস’ ছবির মাধ্যমে। এরপর অসংখ্য ছবিতে দেখা গেছে তাকে।

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩৯ এএম