সদরপুরে অবৈধ ড্রেজার অপসারণ, ১৫০০ ফুট পাইপ ধ্বংস

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫৮ পিএম

ফরিদপুরের সদরপুরে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রেজার অপসারণ ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ধোপাডাঙ্গী গ্রামে ও ভাষাণচর ইউনিয়নের নলেরটেক গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ড্রেজার ব্যবসায়ী মো. কালাম মিয়ার ড্রেজার অপসারণ করা হয় এবং প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

এ সময় সদরপুর থানার সেকেন্ড অফিসার মোফলেসুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আকোটেরচর ইউনিয়নের ধোপাডাঙ্গী এলাকায় ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে পুকুরের মধ্যে থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাশের ভাষাণচর ইউনিয়নের নলেরটেক এলাকায় ফেলছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

ড্রেজার ব্যবসায়ী কালাম মিয়া বলেন, ‘ড্রেজারটি আমার পুকুরে চলছিল। অভিযানে সেটি ভেঙে ফেলা হয়েছে, এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে একটি ড্রেজার অপসারণ ও এক হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন