ফরিদপুরের সদরপুরে পোস্টার-ব্যানার অপসারণ করল প্রশাসন

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৭ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন সকল প্রকার রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেন। শনিবার রাত ৯ টায় ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করেননি। সেই নির্দেশনা না শুনায় ফেস্টুন অপসারণ করেছে প্রশাসন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণ অভিযান শুরু করেন।

অভিযানের প্রথম দিনে সদরপুর বাজার, বাবুরচর বাজার ও পিঁয়াজখালি বাজার এলাকায় অপসারণ করেন। এ সময় সদরপুর থানার সেকেন্ড অফিসার মোকলেছুর রহমানসহ ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন এবং পোস্টার অপসারণ করেন নাই বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপসারণ অভিযান শুরু করেছি। আমরা দুইজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনায় থাকবো।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন