সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে ইউপি চেয়ারম্যান আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ১:৩৫ পিএম

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সিদ্দিকুর রহমানকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।

সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি ইউনিয়নটির বর্তমান ইউপি চেয়ারম্যান। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ‘ফরিদপুর প্রতিদিন‘কে জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন