ভাঙ্গায় ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ১:৪৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করায় এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাদরুল আলম এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আমজেদ আলী মাতুব্বরের ছেলে শাহেদ আলী মাতুব্বর।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম জানান, ওই মাটি ব্যবসায়ী উপজেলার লক্ষিপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। কৃষি জমি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন