ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ৬ বছর বয়সী আয়েশা আলম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার চতুল এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়শা আলম স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক খাইরুল আলমের মেয়ে। গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা গিয়ে আয়শার পরিচয় নিশ্চিত করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ ছিল। সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওই শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৪:০০ পিএম