ফরিদপুরে শুরু হয়েছে আশ্বাস প্রকল্প ও এসডিএস এর সহযোগিতায় প্রবাসী মেলা ও জব ফেয়ার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা।
ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উপলক্ষে এ মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়। এতে মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে।
এ সময় সঠিক নিয়ম অনুযায়ী এবং বৈধভাবে বিদেশে কর্মী প্রেরণের উপর গুরুত্ব দেয়া হয়। এক্ষেত্রে সরকার বৈধভাবে বিদেশ গমনেচ্ছুদের সব রকম সহায়তা প্রদান করবেন বলে জানানো হয়।
এদিকে, মেলায় অংশগ্রহণকারী সটল মালিকেরা জানান, এ মেলা থেকে বিদেশে যাওয়ার সঠিক নিয়মকানুন মেনে লোকজন বিদেশে যাবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
এসময় নির্ধারিত সাংস্কৃতিক মঞ্চে জনসচেতনমূলক বিভিন্ন কর্মকান্ডের অংশ হিসেবে গান ও পথ নাটক অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা জনসাধারণকে সচেতন করে তুলতে তাদের বিভিন্ন পরিবেশন উপস্থাপন করেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৫:০৭ পিএম