ফরিদপুরের সদরপুরে রাস্তার পাশে থেকে ২৪ বছর বয়সী অজ্ঞাত এক নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পাশের একটি রাস্তার ঢাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর মরদেহের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে এক নারী রাস্তার পাশে ওই অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মুখে ক্ষতচিহ্ন রয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৩:২৫ পিএম