ভাঙ্গায় বিএনপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ পেল রোগীরা

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে তিন হাজার ১৭২ জন রোগীকে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার মালিগ্রাম ইউনিয়নে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়ে।

মেডিকেল ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিনে চিকিৎসকগণ তিন হাজার ১৭২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন। এই কার্যক্রমে প্রায় ৪ লক্ষ টাকার ওষুধ সরবরাহ করা হয়।

রোগীরা জানান, ডাক্তারদের আন্তরিকতায় তাঁরা মুগ্ধ। এ ধরনের উদ্যোগে ভোগান্তি অনেক কমেছে এবং নিজেদের এলাকার দোরগোড়ায় চিকিৎসা সেবা পাওয়ায় উপকৃত হয়েছেন দরিদ্র জনগোষ্ঠী। এসময় রোগীরা চিকিৎসাসেবায় অংশ নেওয়া ঢাকা থেকে আগত চিকিৎসক দল এবং সেবা নিতে আসা সাধারণ মানুষদের প্রতি রোগীরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

এ বিষয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি আগেও কয়েক দফায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, নিজ খরচে ঢাকা থেকে রোগীদের চোখের ছানি অপারেশন (লেন্সসহ) কর্মসূচি পরিচালনা করেছি এবং বেশ কয়েকটি ক্যাম্প এখনও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই প্রোগ্রাম শুধু রাজনৈতিক প্রচার নয়, সাধারণ গরীব, অসহায় ও দরিদ্র মানুষের সেবা দেওয়াই মূল লক্ষ্য। সামনের দিনগুলোতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন