প্রবাসের দূরত্বে অপেক্ষার জীবন: প্রবাসী স্বামীর স্ত্রীদের নীরব গল্প

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৬:২৩ এএম

বিদেশে উপার্জনের আশায় স্বামী পাড়ি জমিয়েছেন বহু বছর আগে। ক্যালেন্ডারের পাতায় দিন গোনা হলেও বাস্তবে অপেক্ষার সময় যেন ফুরোয় না। বাংলাদেশের গ্রাম থেকে শহর—সবখানেই আছেন এমন হাজারো নারী, যাদের স্বামী দীর্ঘদিন প্রবাসে। সংসারের হাল ধরা, সন্তান লালন-পালন আর সামাজিক বাস্তবতার সঙ্গে লড়াই করেই কাটে তাদের দিন।

ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামের গৃহবধূ রেহানা বেগম বলেন, “স্বামী সৌদি আরবে আছে প্রায় আট বছর। প্রথম দুই বছর খুব কষ্ট হয়েছে। এখন সন্তানদের পড়াশোনা আর সংসার নিয়েই সময় কেটে যায়।” রেহানার মতো অনেক নারীর জীবন আবর্তিত হয় সন্তান ও পরিবারের দায়িত্ব ঘিরে। স্কুলে নেওয়া-আনা, পড়ালেখার খোঁজখবর, অসুস্থ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা—সবই তাদের একার কাঁধে।

প্রযুক্তির অগ্রগতিতে দূরত্ব কিছুটা কমলেও শূন্যতা পুরোপুরি যায় না। নিয়মিত ভিডিও কল, ভয়েস মেসেজ কিংবা রাত জেগে কথা বলাই এখন সম্পর্ক টিকিয়ে রাখার বড় ভরসা। “দিনে একবার কথা না হলে মনটা ভার হয়ে থাকে,” বলেন আরেক প্রবাসী স্ত্রী শিউলি আক্তার।

অনেক নারী সংসারের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হচ্ছেন। কেউ সেলাই কাজ করেন, কেউ ঘরে বসে খাবারের ব্যবসা, আবার কেউ টিউশনি বা ছোটখাটো চাকরিতে যুক্ত। এতে একদিকে সময় ভালো কাটে, অন্যদিকে আত্মবিশ্বাসও বাড়ে।

স্থানীয় এক এনজিওকর্মী জানান, প্রবাসী পরিবারের নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।

তবে বাস্তবতা সবসময় সহজ নয়। সামাজিক নিরাপত্তাহীনতা, একাকীত্ব, সিদ্ধান্ত নেওয়ার চাপ অনেককেই মানসিকভাবে দুর্বল করে দেয়। রাতে বাড়িতে একা থাকা, অসুস্থ হলে দেখভালের অভাব কিংবা সামাজিক কটূক্তি—এসব নীরবে সহ্য করেন তারা। তবুও সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরে এগিয়ে যান।

ধর্মীয় চর্চা, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, আত্মীয়স্বজনের যাওয়া-আসা—এসবই তাদের মানসিক শক্তি জোগায়। কেউ কেউ বলেন, “আল্লাহর উপর ভরসা রাখলে সময়টা সহজ লাগে।”

প্রবাসী স্বামীর স্ত্রীদের জীবন তাই শুধু অপেক্ষার গল্প নয়। এটি দায়িত্ব, ত্যাগ, সাহস আর আত্মমর্যাদার এক নীরব সংগ্রাম। সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে এই নারীরা আরও শক্তভাবে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন