জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী (ধলা হুজুর)।
রবিবার (২১ ডিসেম্বর) ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় দলীয় নেতা-কর্মীসহ প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে ভোটারদের ভোটে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদপুর জেলা চারটি সংসদীয় আসনে বিভক্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা ও গণসংযোগে রয়েছেন চারটি আসনের বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রার্থী।
সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। সেখানে আলোচনায় রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী। তিনি ফরিদপুরের সর্বজন মুরব্বি হিসেবে পরিচিত এবং একজন ইসলামী বক্তা হিসেবে জনপ্রিয়তাও রয়েছে।
মাওলানা শাহ আকরাম আলী বলেন, ‘আমাদের এলাকায় আলেম-ওলামাদের সমর্থক বেশি। সেই হিসেবে চেষ্টা করছি ইসলামী দলের একক প্রার্থী হতে। সভা-সমাবেশে যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি নির্বাচনে জয়ী হওয়ার আশা রাখছি।’

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৩:২২ পিএম