বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য কার্যকর এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে জেলার সদ্য নতুন কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ফরিদপুর জেলা আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল চৌধুরী, সদস্য সচিব আনিসুর রহমান সজল এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাজ্জাদ হোসেন। জেলা কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে মোট ২১৮ সদস্যের সমন্বয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে তারা জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করবেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার জন্য কাজ করবেন।
এতে ফরিদপুরে শিক্ষার্থী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
ফরিদপুর জেলার সদ্য নতুন কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) এক প্রতিক্রিয়ায় ‘ফরিদপুর প্রতিদিন‘কে জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম অনেক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে সৃষ্টি। এই প্লাটফর্মের দ্বায়বদ্ধতা অনেক। কমিটিতে যারা আসছে তারা ইনশাআল্লাহ সুন্দর এবং জবাবদিহিমূলক এক বাংলাদেশ গড়তে কাজ করে যাবে। এই প্লাটফর্ম অরাজনৈতিক, কিন্ত বৈপ্লবিক ঘরোনার কাজে নিজেদের সম্পৃক্ত রাখবে। কমিটিতে যাদের নাম আসছে বা আসে নাই তাদের সকলের সহযোগিতা চাই।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে দেখা গেছে অনেকে কমিটিতে না থেকেও এই প্লাটফর্মের গঠনমূলক কাজে অনেক আন্দোলনকারী সহযোগিতা করেছে। এবারও বিশ্বাস রাখি যারা কমিটিতে নিজ আগ্রহে আসেন নাই, তারাও সকল প্রাসঙ্গিক কাজে সহযোগিতা করবেন। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩৮ এএম