এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইন্দোনেশিয়া বোলারের রেকর্ড

Faridpur Protidin
স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৭ এএম
ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার তরুণ পেসার গেদে প্রিয়ানদান। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির প্রথমবারের মতো গড়েছেন তিনি। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান করে ফেলেছিল কম্বোডিয়া।

তখনও ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল তাদের। ঠিক সেই সময় নিজের প্রথম ওভার করতে এসে ম্যাচের চিত্র পুরো বদলে দেন প্রিয়ানদান। 

ওভারের প্রথম তিন বলেই তিন ব্যাটারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফেরান শাহ আব্রার হুসেইন, নির্মলজিৎ সিং ও চানথোউন রাথানাককে।

পরের বলটি ডট হয়। এরপর আরও দুই বলে আউট করেন মংদারা সক ও পেল ভেনাককে। ওভারে আসে মাত্র এক রান, সেটিও একটি ওয়াইড থেকে। শেষ পর্যন্ত ৬০ রানে হেরে যায় কম্বোডিয়া।
 

এই কীর্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম খেলোয়াড় হলেন গেদে প্রিয়ানদান। নারী কিংবা পুরুষ ক্রিকেট মিলিয়েই এই রেকর্ড প্রথমবার দেখা গেল আন্তর্জাতিক পর্যায়ে।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল দুবার, তবে সেগুলো ছিল ঘরোয়া টুর্নামেন্টে। ২০১৩-১৪ মৌসুমে ভিক্টরি ডে টি-টোয়েন্টি কাপে ইউসিবি বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন। পরে ২০১৯-২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্নাটকের হয়ে একই কীর্তি গড়েন অভিমন্যু মিথুন।

 

এই ম্যাচে ব্যাট হাতেও অবদান রাখেন প্রিয়ানদান। ইনিংসের শুরুতে উইকেটকিপার ব্যাটার ধর্মা কেসুমার সঙ্গে ওপেন করতে নেমে ১১ বলে ৬ রান করেন তিনি। কেসুমা অবশ্য ছিলেন ইন্দোনেশিয়ার ব্যাটিংয়ের মূল ভরসা। ৬৮ বলে অপরাজিত ১১০ রান করেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০১৯ সালে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভারে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন তিনি।

তবে পাঁচ উইকেটের এই অনন্য রেকর্ড এবার গড়ে দিলেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদান, যা আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস হয়ে থাকল।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন