ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু, ময়নাতদন্তের প্রস্তুতি

পান্না বালা, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ৫:৪৩ পিএম

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান।

মৃত কয়েদীর নাম বিমল কুমার দাস (৬২)। তাঁর কয়েদী নম্বর ২৫২৫। তিনি মাদারীপুর সদর উপজেলার কদমতলী আমিরাবাদ গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর কারাগার থেকে ফরিদপুর কারাগারে স্থানান্তর করা হয়। ফরিদপুরে পৌঁছানোর পরপরই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, নিহত বিমল কুমার দাস একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন