ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিস্ফোরক মামলায় কালামৃর্ধা গোবিন্দচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) ও আওয়ামী লীগ নেতা মজিবুর হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫) দিবাগত রাতে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে কালামৃর্ধা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার মজিবুর হক কালামৃর্ধা গোবিন্দচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এলাকাবাসী জানায়, মজিবুর হক শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে অতিমাত্রায় সক্রিয় ছিলেন। তিনি এক সময় কাজী জাফরউল্লাহর অনুসারী হিসেবে রাজনীতি করলেও পরবর্তীতে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে যুক্ত হন। তার স্ত্রী কালামৃর্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষকতার দায়িত্ব পালনের বদলে তিনি বিদ্যালয়কে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গা উপজেলার কালামৃর্ধা বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মজিবুর হককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গা থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার নম্বর-১৩ এ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৪:৩৭ পিএম