ফরিদপুরে গণবিক্ষোভ: সন্ত্রাস, হামলা ও হত্যা বন্ধের দাবি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫৩ পিএম

ফরিদপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শনিবার (২৭ ডিসেম্বর) শহরের জনতা ব্যাংকের মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে।

উদিচি জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তৃতা করেন লেখক, নাট্যব্যক্তিত্ব ও গবেষক ড. বিপ্লব বালা, ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, প্রান্তিক বাউল সংগঠনের সাধারণ সম্পাদক অরুন কুমার শীল এবং উদিচি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন।

বক্তারা বলেন, “দেশে একটি মহল পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছে। অবিলম্বে তাদের তৎপরতা বন্ধ করতে হবে।”

এছাড়াও তারা উদিচি ছায়ানট, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর হওয়া সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট এবং হত্যাকাণ্ডের যথাযথ বিচারসহ এসব ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সমাবেশের সমাপ্তি ঘটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন