হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে ফরিদপুরের পুলিশ সুপার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ১২:৫১ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর ফরিদপুরেরর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের বাসিন্দা মো. টুকু মোল্যা নিজ বাড়িতে গুরুতরভাবে আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় নিহত টুকু মোল্যার স্ত্রী মোসা. আমিনা আক্তার পরদিন ২০ ডিসেম্বর ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন