দাবি আদায়ে ফারিদপুরে অবস্থান কর্মসূচি: অনড় জুলাই যোদ্ধা জনি বিশ্বাস

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৪:৩৩ পিএম

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফারিদপুরে অবরোধ কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা জনি বিশ্বাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় ফারিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ (শহর ক্যাম্পাস) এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

জুলাই যোদ্ধা জনি বিশ্বাস বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল নাম। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ আজও খুনিরা ধরাছোঁয়ার বাইরে। এটি শুধু একটি পরিবারের নয়, গোটা জাতির সঙ্গে অবিচার।”

তিনি আরও বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

জনি বিশ্বাস অভিযোগ করেন, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে বলেও তারা হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস মানুষ হারিয়ে ফেলবে।

জুলাই যোদ্ধা জনি বিশ্বাস আবারও স্পষ্ট করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফারিদপুরেই নয়, প্রয়োজনে সারা দেশে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। ন্যায়বিচার আদায় করেই তারা ঘরে ফিরবেন—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন