ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতার ওপর হামলা, উত্তেজনা

নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৪ পিএম

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই ছাত্রনেতা সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর জোড়া সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে দুজনই আহত হন।

আহত সোহেল রানা বর্তমানে জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক। তিনি এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। অপর আহত আরিয়ান ইসলাম কাইয়ুম ওই সংগঠনের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে চরকমলাপুর এলাকায় হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ইমাম মোহাম্মদ হোসাইন সেলিমের বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছিল। এ সময় কয়েকজন ব্যক্তি ওই প্রচারে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোবাইল ফোনের মাধ্যমে সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুমকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

পরে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে কিল-ঘুষিতে সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, “পুলিশের অনুমতি নিয়েই আমরা আমাদের ইমামের বক্তব্য প্রচার করছিলাম। এ সময় আমাদের ওপর হামলা হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।” তিনি আরও জানান, চরকমলাপুর এলাকায় সংগঠনটির একটি অফিস রয়েছে এবং সেখানে হামলার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কাজী জেবা তাহসিন অভিযোগ করে বলেন, “হেযবুত তাওহীদের সদস্যরা পরিকল্পিতভাবে ওই দুই ছাত্রনেতার ওপর হামলা চালিয়েছে। এটি একটি নিষিদ্ধ সংগঠন। মাইকে প্রচারণার বিরোধিতা করায় সোহেল ও আরিয়ানকে মারধর করা হয়।”

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন