বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৭ মাদককারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জন মাদককারবারিকে আটক করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০৪ পিস ইয়াবা বড়ি ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি ডিগ্রি কলেজ মাঠ এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতির খবর পেয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

আটককৃতরা হলেন— মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে রবিন শেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সর্বানদিয়া গ্রামের ইমামুল শেখ (৩৮), আমোরদী গ্রামের হাসেম শেখের ছেলে রেজাউল শেখ (৩২), তার ছোট ভাই তরিকুল শেখ (১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদি গ্রামের শফিউল আলম (৪৪) এবং কোতোয়ালি থানার চতর গ্রামের মো. জাহিদ শেখের ছেলে মিলন শেখ (২৭)।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৪। আটক ৭ আসামিকেই আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যৌথ বাহিনীর অভিযানে সাতজন মাদককারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং আটক আসামিদের আজ ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয় সেনা ক্যাম্প সূত্র জানায়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সাধারণ জনগণকে স্থানীয় সেনা ক্যাম্প ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের যৌথ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন