আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতা ফারুক ফকির।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় ফারুক ফকিরের সঙ্গে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী পরিবেশ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ফারুক ফকির মুঠোফোনে ‘ফরিদপুর প্রতিদিন’কে বলেন, “দীর্ঘদিন ধরে ফরিদপুর-২ আসনের মানুষ অবহেলিত। দুর্নীতি, দুঃশাসন ও দলীয় স্বার্থের রাজনীতির বাইরে গিয়ে জনগণের কথা বলতেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে এবার একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী মাঠ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ঘনিয়ে আসায় প্রার্থীদের দৌড়ঝাঁপও বেড়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ২:০০ পিএম