ফরিদপুর-২ আসনে ভোটের মহড়া শুরু, রিংকুর আনুষ্ঠানিক মনোনয়নপত্র দাখিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ২:৫৮ পিএম

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর উৎসবমুখর হয়ে ওঠে।

মনোনয়নপত্র দাখিল শেষে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, শামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে সালথা ও নগরকান্দা এলাকায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা রয়েছে বলেও দাবি করেন নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে ফরিদপুর-২ আসনে বিএনপি একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।

উল্লেখ্য, ফরিদপুর-২ আসনটি সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচনা করা হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন