আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ জেলায় মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চারটি আসনেই স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।
ফরিদপুর-০১ (সংসদীয় আসন নং-২১১):
এই আসনে ১৮ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ১৫ জন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় ঐক্যফন্ট, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি ও বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন।
ফরিদপুর-০২ (সংসদীয় আসন নং-২১২):
এই আসনে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করে ৭ জন দাখিল করেছেন। বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফরিদপুর-০৩ (সংসদীয় আসন নং-২১৩):
এই আসনে ৬ জন মনোনয়নপত্র উত্তোলন করে সবাই দাখিল করেছেন। বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে একজন করে প্রার্থী রয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ফরিদপুর-০৪ (সংসদীয় আসন নং-২১৪):
এই আসনে ১২ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও ৮ জন দাখিল করেছেন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজন করে প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩৮ পিএম