নগরকান্দায় যৌথবাহিনীর অভিযান, জুয়া-মাদক ব্যবসায়ীসহ ১৬ জন আটক

নগরকান্দা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৯ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের চুড়িয়ার চর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ১৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে যৌথবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার একটি জুয়ার আসরে সক্রিয় অবস্থায় তাদের আটক করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও অভিযানকারীরা দ্রুত অভিযান পরিচালনা করে সবাইকে আটক করতে সক্ষম হন।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতদের বাড়ি ফরিদপুর জেলার সালথা, নগরকান্দা ও ভাঙ্গা থানা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি এলাকায় জুয়া, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে যৌথবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবি জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন