ঘন কুয়াশা ও শীতে শুরু সালথার সুলতানপাড়ার ৪১তম ওরস শরীফ

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩২ পিএম

প্রচণ্ড শীত, ঘন কুয়াশা ও বৈরি আবহাওয়া অতিক্রম করে শুরু হয়েছে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে অবস্থিত ঐতিহাসিক সুলতানপাড়ার ওরস শরীফ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানে ভক্তবৃন্দের পদচারণায় প্রানবন্ত হয়ে উঠেছে দরবার শরীফ।

ওরস শরীফে ভক্তরা বিভিন্ন ধরনের নজরানা ও উপহার সামগ্রী নিয়ে অংশগ্রহণ করছেন। সুলতানপাড়ার দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরসাহেব হযরত শাহসূফী কামাল উদ্দিন আহম্মেদ। তাঁর মৃত্যুর পর তাঁর ঔরসজাত মেজ ছেলে পীরজাদা মওলানা শাহসূফী নুরুল আমিন দরবারের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওরস শরীফ চলবে সন্ধ্যা অবধি, যেখানে বিশ্ব মানবজাতির শান্তি, কল্যাণ ও পীর সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর ভক্তদের অসংখ্য উপস্থিতি এ দরবারকে প্রাণবন্ত করে তোলে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন