আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থপতি মুজাহিদ বেগ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা’র কার্যালয়ে প্রার্থীর পক্ষে মনোনীত ৫ জন প্রতিনিধি মনোনয়নপত্র জমা দেন। অনিবার্য কারণে প্রার্থী নিজে উপস্থিত না হলেও তার প্রতিনিধিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্থপতি মুজাহিদ বেগের প্রতিনিধি ও সমর্থকরা সাংবাদিকদের জানান, প্রার্থী এ অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা যথেষ্ট।
স্থপতি মুজাহিদ বেগের অংশগ্রহণ সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই তাকে নির্বাচনী আচরণবিধি মেনে কাজের অঙ্গীকার হিসেবে দেখছেন।
ফরিদপুর-৪ আসনের ভোটাররা এখন তাদের নতুন স্বতন্ত্র প্রার্থীর কার্যক্রম ও নির্বাচনী প্রতিশ্রুতির দিকে মনোযোগ দিচ্ছেন।

তামিম ইসলাম, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪২ পিএম