বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন বলে একটি বার্তা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর তিনি মৃত্যুবরণ করেন—এমন তথ্য জানানো হয় তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে।
ওই পোস্টে বলা হয়, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।” পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানাতে থাকেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছিল। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে ও দেশে চিকিৎসা গ্রহণ করেন। তাঁর শারীরিক অবস্থার খবর নিয়মিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়ে আসছিল।
ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত মৃত্যুসংবাদের পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। অনেকেই জাতীয় জীবনে তাঁর অবদান স্মরণ করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করছেন। বিএনপি ও পরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচি ও জানাজার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে।

ফরিদপুর প্রতিদিন ডেস্ক:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:২১ এএম