বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, কালো ব্যাচ ধারণ, শোকবানী প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ফরিদপুর জেলা যুবদলের কার্যালয়ে এসব কর্মসূচি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত শোক কর্মসূচিতে প্রধান অতিথি ও বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। যুবদল তাঁর আদর্শ বুকে ধারণ করে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান, মৎস্য বিষয়ক সম্পাদক গালিব হান্নান, সহ-সম্পাদক তানজিদ বাবুসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোক কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে নীরবতা পালন করেন। পরে বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের নাম। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
কর্মসূচি শেষে জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্র ঘোষিত সকল শোক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৬:২৬ পিএম