ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

এহসানুল হক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৩ পিএম

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. শাহাদত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী কামরুন নাহার পপি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর এবং ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল্লাহ্। শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমেই মুখস্থনির্ভর হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে সৃজনশীল চিন্তাধারা গড়ে তুলতে হবে। পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনোভাবেই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়ানো যাবে না উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। কেউ কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিষ্ঠানটি সারা দেশে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ুম শেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন