ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে অটোরিকশা চালক টিপু শেখ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম তদারকি করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর ফরিদপর সদরের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অটোরিকশা চালক টিপু শেখের মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ভাই মো. সিদ্দিক শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মূল আসামি সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা মালামাল।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন। তিনি তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:২৫ পিএম