ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৯:০০ পিএম

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান শেখ (২৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কের পশ্চিম কাপুরা বাইপাস সড়কের ‘স’ মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান শেখ ফরিদপুর সদর উপজেলার পশ্চিম কাপুরা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি একই এলাকার কালাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান শেখ নিজ বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান।

এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন