আজ ইংরেজি ২০২৬ সালের প্রথম দিন। সময়ের ক্যালেন্ডারে আরেকটি নতুন পাতা যুক্ত হলো। বিদায় নিলো স্মৃতি, অর্জন, ব্যর্থতা আর সাফল্যে ভরা ২০২৫ সাল; আর তার জায়গায় শুরু হলো নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য আর নতুন প্রত্যাশার বছর—২০২৬। ভোরের প্রথম আলোতেই মানুষের মনে জেগেছে পরিবর্তনের আশাবাদ, জীবনে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প।
ইংরেজি নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতিতে সরাসরি উৎসবের রূপ না নিলেও, এই দিনটি আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। গত বছরের ভুলগুলো শুধরে নেওয়া, অপূর্ণ স্বপ্নগুলো পূরণের সাহস জোগাড় করা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তনের শপথ নেওয়ার দিন হিসেবেই অনেকের কাছে নববর্ষের তাৎপর্য গভীর।
বাংলাদেশসহ বিশ্বজুড়ে নতুন বছরের প্রথম দিনটি নানা রকম প্রত্যাশা নিয়ে আসে। কর্মজীবী মানুষ নতুন লক্ষ্য নির্ধারণ করেন—কেউ চায় পেশাগত উন্নতি, কেউ আর্থিক স্বচ্ছলতা, কেউবা মানসিক প্রশান্তি। শিক্ষার্থীদের চোখে নতুন বছর মানে নতুন সাফল্যের স্বপ্ন, ভালো ফলাফল আর ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রস্তুতি। আবার অনেকের কাছে এটি মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার সময়—সহমর্মিতা, সততা ও দায়িত্ববোধকে নতুন করে ধারণ করার অঙ্গীকার।
বিশ্ব পরিস্থিতির দিক থেকেও ২০২৬ সাল নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শুরু হচ্ছে। অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি—সবকিছু মিলিয়ে নতুন বছর আমাদের সামনে নতুন প্রশ্নের পাশাপাশি নতুন সমাধানের পথও খুলে দিচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় জীবন আরও গতিশীল হচ্ছে, তবে মানবিকতা ও নৈতিকতার ভারসাম্য রক্ষা করাই হবে বড় চ্যালেঞ্জ।
এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা বিনিময়ের পাশাপাশি অনেকেই নিঃশব্দে নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞা করেন—আরও দায়িত্বশীল নাগরিক হওয়া, পরিবারকে বেশি সময় দেওয়া, সমাজের জন্য কিছু করা। ছোট ছোট ভালো কাজের মধ্য দিয়েই যে বড় পরিবর্তন সম্ভব, সে বিশ্বাস নতুন বছরে আরও দৃঢ় হোক।
২০২৬ সালের প্রথম দিনটি আমাদের মনে করিয়ে দেয়—সময় থেমে থাকে না, কিন্তু মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে। অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে, বর্তমানকে সচেতনভাবে কাজে লাগিয়ে এবং ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপেই গড়ে উঠতে পারে একটি সুন্দর আগামী।
নতুন বছরের এই সূচনালগ্নে প্রত্যাশা একটাই—২০২৬ হোক শান্তি, সমৃদ্ধি ও মানবিকতার বছর। সবার জীবনে বয়ে আনুক সুখ, সুস্থতা আর সাফল্যের বার্তা। শুভ নববর্ষ ২০২৬।

হারুন-অর-রশীদ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৫:১৪ এএম