ভোটারকে জোর করে টানাহেঁচড়া: আলফাডাঙ্গায় প্রার্থীর সমর্থকের জেল

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় শফিকুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম ফরিদপুর-১ আসনের এক প্রার্থীর সক্রিয় সমর্থক হিসেবে এলাকায় কাজ করছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আদালত সূত্র জানায়, এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে তিনি জনৈক এক ভোটারকে জোরপূর্বক নির্বাচন অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সংশ্লিষ্ট ভোটার অসুস্থ থাকা সত্ত্বেও তার ওপর বল প্রয়োগ করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ অনুযায়ী ভোটারকে ভয়ভীতি প্রদর্শন, প্রলোভন দেখানো কিংবা বল প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ—এই বিধানেই তাকে সাজা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারকে কোনোভাবে বাধ্য করা, ভয় দেখানো বা বল প্রয়োগের অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি দেখা গেছে। অনেকেই মনে করছেন, কঠোর নজরদারি ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার ফলে নির্বাচনী পরিবেশ আরও শান্তিপূর্ণ হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটারদের অধিকার রক্ষায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরসহ সারাদেশে প্রশাসনের বিশেষ নজরদারি চলছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন