ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ব্রিজের নিচে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এ সময় তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তদন্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের থানা ও জেলার নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে গণমাধ্যম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তাও চাওয়া হয়েছে।
এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৯:৩৪ পিএম