ফরিদপুরের ধুলদী রেলগেট বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও থ্রিহুইলার নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে ঢাকা–দৌলদিয়া–খুলনা মহাসড়কের ধুলদী রেলগেট বাজারসংলগ্ন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ট–১২–৬৬৪৩) বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী থ্রিহুইলার নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় নসিমনের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহত ও আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৬ এএম