ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী কৃষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৬:৩১ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে কাজী আকিমদ্দিন (৭৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাইটাপাড়া থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন ব্রাহ্মণকান্দা রেলক্রসিং অতিক্রমকালে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন কাজী আকিমদ্দিন। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহত কাজী আকিমদ্দিন একই এলাকার মৃত হোসেন কাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রবণ প্রতিবন্ধিতায় ভুগছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত কাজী আকিমদ্দিন তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার আকস্মিক ও করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন