ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ১:১৮ পিএম

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

শনিবার (০৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন। এতে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় মুফতি রায়হান জামিল বলেন, “মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে পেরেছি। ফরিদপুর-৪ আসনের মানুষের অধিকার রক্ষা, উন্নয়ন ও কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, এই আসনের সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও ঐক্য অত্যন্ত জরুরি। এ সময় তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রচারণা ও নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে বাড়ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন